সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ‘পোক’ ব্যবস্থা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেলেও এবার ফটো ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ফেসবুক সম্প্রতি ভিডিও চ্যাটের নতুন অ্যাপ চালু করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
মার্ক জুকারবার্গের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ফেসবুকের অ্যাপটি। ‘স্লিংশট’ নামে অ্যাপটি নির্মাণে প্রতিষ্ঠানটি কাজ করছে বেশ কয়েক মাস যাবৎ।
সূত্র জানিয়েছে, স্লিংশটের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবে। ভিডিওটি শুধু একবারই বন্ধুকে দেখানোর অপশন থাকবে।
গত বছর তিন বিলিয়ন ডলার ব্যয়ে স্ন্যাপচ্যাটকে কিনে নেওয়ার চেষ্টা করে ফেসবুক। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ফেসবুক সে ধরনের মেসেজিং অ্যাপ তৈরির চেষ্টা করছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এ ব্যবস্থাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ফেসবুক।
জানা গেছে, এ মাসেই অ্যাপটি ছাড়তে পারে ফেসবুক।