গত মাসেই সন্তানসহ দেশে ফেরার কথা ছিল অভিনেত্রী শাবনূরের। কিন্তু বিরূপ আবহাওয়া আর চিকিৎসকের বারণ থাকায় আসতে পারেননি তিনি। তবে এবার দেশে ফেরার সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন শাবনূর। এ মাসের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শাবনূরের বাবা শাহজাহান। তিনি বলেন, ‘মাঝখানে দুইবার করে ফ্লাইটের টিকিট কেটেও পরে বিরূপ আবহাওয়ার কারণে বাতিল করতে হয়েছে। তবে এবার আর সেসব ঝামেলা থাকছে না। চিকিৎসকরাও সম্মতি জানিয়েছেন। শাবনূর দেশে ফিরলে একটি সংবাদ সম্মেলন করা হবে। আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনারও। সব কিছুর তদারকিও শাবনূর করবে।’
শাবনূর অভিনীত শেষ ছবি ‘এমনো তো প্রেম হয়’ মুক্তি পাবে আগামী মাসে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে আছেন ফেরদৌস। দেশে ফিরে এই ছবির প্রচারণায়ও অংশ নেওয়ার কথা তাঁর।