ঢাকা: জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার হানি সিং আর নেই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই এক খবর প্রকাশ করে হানি সিংয়ের এক ভক্ত। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
হাসপাতালে আহতাবস্থায় হানি সিংহের একটি ছবি সোমবার বলিউডলাইভডটকম নামে ভারতীয় গণমাধ্যেমে,প্রকাশের পরপরই এই গুজব ছড়িয়ে পড়ে। আর তাতে ঘি ঢেলে দেয় হানি সিংহের এক ভক্তের টুইট। টুইটারে ওই ভক্ত লিখেন, ‘চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রের “লুঙ্গি ড্যান্স” ও “আজ ব্লু হ্যায় পানি পানি” গানখ্যাত গায়ক হানি সিং আর নেই।’
তবে গুজবের পরপরই হানি সিংয়ের পরিবার জানায়, একটি বক্সিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে দুবাই রয়েছেন তিনি।