বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের জন্য তাদের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে সোসা, নিউওয়েলস ওল্ড বয়েজের মিডফিল্ডার এভার বানেগা, ও অ্যাটলেটিকো মিনেইরোর নিকোলাস ওতামেন্ডিকে দলে রাখেননি কোচ আলেহান্দ্রো সাবেয়া।
এই নিয়ে দুই দফায় দল ঘোষণা করেন সাবেয়া। ৩০ সদস্যের দলে ছিলেন না ডি সান্তো, লিসান্দ্রো লোপেজ, গ্যাব্রিয়েল মার্সেডো ও ফ্যাবিয়ান রিনাউডো।
তবে, সাবেয়া বড় চমক সৃষ্টি করেছেন কার্লোস তেভেজ, এরিক লামেলা এবং হ্যাভিয়ের পাস্তোরকে দলে না রেখে।
এদিকে, ইনজুরি সত্ত্বে ফার্নান্দো গ্যাগো, অগাস্টো ফার্নান্দেজ ও অ্যাংহেল ডি মারিয়োকে রেখেছেন সাবেয়া। যদিও টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠবেন তারা।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।
বিশ্বকাপ গ্রুপ ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরান, বসনিয়া-হার্জেগোবিনা এবং নাইজেরিয়া।