ঢাকা: ক্ষমতা থেকে সরকারকে ‘টেনে-হিঁচড়ে’ নামানোর হুমকি দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় বিক্ষোভ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় শুক্রবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ এবং সন্ধ্যায় শাহবাগ থেকে প্রতিবাদ মিছিলের ঘোষণাও দেন তিনি। সরকারের উদ্দেশে ইমরান বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমরা কেন তার প্রতি আস্থা রাখতে পারছি না। আমি বলতে চাই আমরা আস্থা রেখেছি বলেই এখনো আন্দোলন করছি। না হলে কিভাবে সরকারকে টেনে ক্ষমতা থেকে নামাতে হয় তা আমাদের জানা আছে। যারা জামায়াতকে রক্ষা করতে চায় ‘ইতিহাসের আস্তাকুঁড়ে’ তাদের অবস্থান হবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরান বলেন, আপনাদের অবস্থান থেকে সরে আসুন। অন্যথায় বাংলাদেশের মানুষকে আবার রাস্তায় নামতে হলে তার পরিণাম সব রাজনৈতিক দলকে দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার যুদ্ধাপরাধীদের নামে রাজনীতি করতে চায়, তাদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক নয়। এ ছাড়া সম্প্রতি জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনমন্ত্রীর করা বক্তব্য থেকে সরে আসারও দাবি জানান তিনি। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা এবং বিচার করা আপাতত সম্ভব নয়। মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। ওইদিন শাহবাগে মঞ্চের সমাবেশ থেকে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের জন্য ২ জুন পর্যন্ত সময় বেধে দেয়া হয়। অন্যথায় আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয় সংগঠনটি।