ঢাকা: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির গোপন ভিডিও ফাঁসের যে খবরটি বিভিন্ন প্রকাশিত হয়েছে, তা মাহির ভিডিও নয়।
এ ভিডিওর খবর প্রকাশের পর থেকে সোশ্যাল নেটওয়ার্ক বেশ সরগরম। অনলাইন মিডিয়াগুলো শুধু খবর প্রকাশ করেই ক্ষান্ত হয়ি নি, তার সঙ্গে যুক্ত করে দিয়েছে সেই ভিডিওর লিংক।
পরে এক অনুসন্ধানে জানা গেছে, খবরের সঙ্গে সুংযুক্ত ভিডিওটি একজন তামিল নায়িকার। মূলত তামিল ছবির একটি ক্লিপকে মাহিয়া মাহীর গোপন ভিডিও বলে প্রচার করা হয়েছে। কোন একটি বিশেষ চক্র এই ঘটনার পেছনে রয়েছে বলে মনে করছে সুধী মহল। জনপ্রিয় নায়িকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কতিপয় অনলাইন মিডিয়া হিট বাড়াতেই এমন প্রচেষ্টায় নেমেছে বলে মনে করছে সুধী মহল।
জানা গেছে, জনপ্রিয় প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়ার মালিকের সঙ্গে মাহির বিয়ের গুজব প্রকাশের পর পরই এমন খবর ছড়িয়ে দেয়া হয়। ফিল্ম স্টারদের নিয়ে গুজব রটবে এটাই স্বাভাবিক। তবে, খবরটি প্রকাশের পর অনেক দর্শকই খবরটিকে সত্যি মনে করে বিশ্বাস করেছেন। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের সঙ্গে ভিডিওটির লিংক দেখেও অনেকেই স্তম্ভিত!