ঢাকা : ৪ শর্তে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন রওশনএরশাদ। চারটি শর্তে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন জাতীয় পার্টির
সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। একটি নির্ভযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চার শর্ত
মেনে নিলে এরশাদকে নির্বাচনে আসতে রাজি করাবেন রওশন এরশাদ।
আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে ফিরবে। শর্ত গুলো হলো- এক. ৭০ টি আসনে নৌকার প্রতীক নির্বাচন করতে পারবে না। দুই.
এরশাদের সব মামলা প্রত্যাহার করতে হবে। তিন. এরশাদকে রাষ্ট্রপতি করতে হবে। চার. আনুপাতিক হারে জাতীয় পার্টির মন্ত্রিত্ব দিতে হবে। এই চারটি শর্ত মেনে নিলে এরশাদকে নির্বাচনে ফেরানোর দায়িত্ব নিবেন রওশন এরশাদ।