ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেলাওয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী নয়, তিনি রাষ্ট্রীয় প্রতিহিংসার রাজনীতির শিকার।
শনিবার দুপুরে রাজধানীর মেজর জলিল মিলনায়তনে ‘জিয়ানগর উপজেলা জাতীয়তাবাদী পরিষদ’ আয়োজিত নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাঈদী যে যুদ্ধাপরাধী নন তার দাতঁভাঙ্গা জবাব জিয়ানগরবাসী বিগত উপজেলা নির্বাচনে তার পুত্র মাসুদ সাঈদীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করেছে। সরকার সাঈদীকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে যুদ্ধাপরাধের ধুয়া তুলে আষাঢ়ে গল্প সাজিয়ে বিচারের নামে অবিচার করছে।’
সাঈদীকে একজন সৎ চরিত্রবান খোদাভীরু আপোষহীন সাহসী আর্ন্তজাতিক মোফাচ্ছেরে কোরআন উল্লেখ করে ইরান বলেন, ‘সাঈদীকে গ্রেপ্তার করে কোটি কোটি মানুষকে কোরান সুন্নাহর মাহফিল থেকে বঞ্চিত করে সরকার দেশে অশ্লীল যাত্রাপালা, সার্কাস, মদ, জুয়া, ফেন্সীডিল, ইয়াবাহ সহ উলঙ্গ নৃত্যের সয়লাব করেছে।’
ডা. ইরান বলেন বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অপশক্তির জন্য আইয়ুব, ইয়াহিয়া, স্বৌরাচার এরশাদের চেয়ে করুণ পরিণতি অপেক্ষা করছে। কেননা আলেম ওলামায়েদের বিরুদ্ধে অবস্থানকারীদের উপর আল্লাহর গজব নেমে আসবে। কেউ রেহাই পায়নি বাকশালী ফ্যাসীবাদি অপশক্তি নিস্তার পাবে না।’
পরিষদের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার সরোয়ার হোসেন, এফ এম এ হায়দার, বরিশাল ফাউন্ডেশনের পরিচালক মো. ফারুক রহমান, এমদাদুল হক, আমিনুল ইসলাম, কাউখালী জাতীয়তাবাদী পরিষদ সভাপতি অ্যাডভোকেট মোস্তাক হোসেন প্রমুখ