ঢাকা: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বব্যাপী উন্মাদনা। তবে বাংলাদেশে এ নিয়ে মাতামাতিটা একটু বেশিই হয়। খেলা চলাকালীন বাসার ছাদে রাস্তার মোড়ে যে যেখানে পারে প্রিয় দলের দেশের জাতীয় পতাকা উড়ায়। এটা নতুন নয়, কিন্তু প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করে ফেলেন; নিজ দেশের জাতীয় পতাকারই অবমাননা করে ফেলেন।
এমন ঘটনা ঘটেছে গাজীপুরে। প্রতিবাদে রোববার গাজীপুরের টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বিএম শফিকুল ইসলাম টিটু।
তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত আর চার লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা এ পতাকা। আর এ পতাকাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, সংগঠন বা রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে দেশে অরাজকতা বা অস্থিরতা সৃষ্টির জন্য অসম্মান করে রাষ্ট্রবিরোধী আচরণ হিসেবে মনে করে টঙ্গী থানায় ডায়েরি দাখিল করেছি।’
টিটু আরো বলেন, ‘গাজীপুরে অনেক স্থানেই দেখেছি বাংলাদেশের পতাকা বিদেশি পতাকার নিচে। আবার কোথাও পতাকা উড়ানোর নিয়ম না মেনে বাংলাদেশের পতাকা উপরে না দিয়েই বিদেশি পতাকা উড়িয়েছে।’
জিডির বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘জাতীয় পতাকার অবমাননা দেশের কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে না। সে কারণে সংক্ষুব্ধ হয়ে জিডি করেছেন শফিকুল ইসলাম। বিষয়টি জাতীয় ইস্যু। আমরা এ ধরনের ঘটনা রোধে আইনি পদক্ষেপ নেবো। সবাই সচেতন হলে এমন ঘটনা ঘটবে না। দেশের পতাকার অবমূল্যায়ন রোধে স্ব স্ব বিবেকে এগিয়ে আসা প্রয়োজন।’