তুমুল ব্যস্ততা। দিওয়ালিতেই তো মুক্তি পাবে ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। শুটিং প্রায় শেষের পথে। তাই এই সময় কোনো ধরনের বাধা চান না পরিচালক ফারহা ও নায়ক শাহরুখ। কিন্তু শাহরুখের ছেলে আব্রামের প্ল্যান তো অন্যরকম।
‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং ফ্লোরে হঠাৎই এসে হাজির হলো শাহরুখের এক বছরের ছেলে আব্রাম। আর ছোট্ট আব্রাম আসার ফলে সব্বাই কাজ ছেড়ে সোজা আব্রামকে আদর করতে দৌঁড়ালেন। কে আগে আব্রামকে কোলে নেবেন তা নিয়ে পড়ল হুড়োহুড়ি। শুটিং পর্ব উঠল লাটে। সব কিছু দেখে ফারহা খান নিজেই জানালেন, শুটিং প্যাকআপ। আব্রামের কল্যাণে একদিন পিছিয়ে গেল হ্যাপি নিউ ইয়ার।
শাহরুখের কথায়, ‘এই না হলে আমার ছেলে। ফ্লোরে ঢুকেই হয়ে গেলেন ফ্লোরের বস।’ সূত্র : কলকাতা চব্বিশ ঘণ্টা