ক্লিক করুন লাইভ১ ও আরো চ্যানেল ওয়েব
বিশ্বকাপ ফুটবল খেলা সমপ্রচারে ফিফার সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), জিটিভি ও মাছরাঙা।বিটিভিতে খেলা সমপ্রচার স্বত্বের জন্য টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) সর্বশেষ চুক্তিটি করে। কিছুদিন আগেই এ খেলা সমপ্রচার নিয়ে গাজীটিভি, মাছরাঙা ও টিএসএম এর সঙ্গে সনি এমএসএম নিয়োগকৃত এজেন্ট সেভেন থ্রিস্পোর্টস এর মধ্যে ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যস্থতায় ত্রিপাক্ষীয় আলোচনায় সমঝোতার প্রেক্ষিতে টিএসএম আদালত থেকে মামলাটি তুলে নেয়। এ প্রসঙ্গে বাফুফের সভাপতি সাংবাদিকদের বলেন, এ সৌহার্দ্যপূর্ণ মীমাংসা বাংলাদেশের ফুটবল পাগল দর্শকদের মাঝে স্বস্তি এনে দেবে এবং ফিফা বিশ্বকাপ ২০১৪ বাংলাদেশে সমপ্রচার নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো সেটাও কেটে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ সবগুলো খেলা একই সঙ্গে জিটিভি, মাছরাঙা ও বিটিভিতে সরাসরি সমপ্রচারিত হবে। উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল একই সঙ্গে তিনটি টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত হতে যাচ্ছে।