যে কারণে বিশ্বকাপ নাও জিততে পারে ব্রাজিল!

0

football_4_841325135ঢাকা: বিশ্বকাপের ২০তম আসর শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের পক্ষে ২০১৪ বিশ্বকাপ জয়ের বাজি ধরছেন সবাই। আবার নিজেদের কিছু দুর্বলতার কারণে ব্রাজিল এবারের বিশ্বকাপ না জিততে পারে বলেও মতামত অনেকের।

যেসব কারণে ২০১৪ বিশ্বকাপ নাও জিততে পারে ব্রাজিল :

ডিফেন্ডারদের মাত্রাতিরিক্ত আক্রমণ‍াত্মক মনোভাব

দানি আলভেস ও মার্সেলো। ব্রাজিল ফুটবল দলের দুই ডিফেন্ডার। দানি আলভেস খেলেন রাইট উইং ব্যাক ও মার্সেলো লেফট উইং ব্যাক হিসেবে। স্বাভাবিক নিয়মে কোনো উইংয়ের ডিফেন্ডার যদি আক্রমণে যান তবে অপর প্রান্তের ডিফেন্ডারকে নিজ অবস্থানে থাকতে হয়। তবে ব্রাজিল ফুটবল দলের এ দুই ডিফেন্ডার একসঙ্গেই আক্রমণে যান। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো বিপক্ষ দলের উল্টো আক্রমণ ব্রাজিলের জন্য বিপজ্জনক হতে পারে।

আক্রমণে ভারসাম্যের অভাব

ব্রাজিল ফুটবল টিমে স্ট্রাইকার হিসেবে নেইমার যথেষ্ট যোগ্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লেফট উইংয়ে এ স্ট্রাইকার দলকে এগিয়ে নিতে সর্মথ হলেও সমস্যা রয়েছে রাইট উইংয়ে। ডান দিকের স্ট্রাইকার হিসেবে রয়েছেন হাল্ক। শারীরিকভাবে যথেষ্ট সামর্থ্যবান হলেও পরিপূর্ণ খোলোয়াড় হতে এখন বাকি।

নয় নম্বর পজিশন নিয়ে খেলবেন ফ্রেড। তবে ফেনোমেনন রেনালদোর মতো যথেষ্ট পরিপূর্ণ নন এ তারকা খেলোয়াড়। আর দশ নম্বর পজিশন নিয়ে খেলা অস্কারেরও রয়েছে যথেষ্ট ঘাটতি। তবে তাদের নিজেদের মধ্যে রয়েছে বোঝাপড়া। আর যদি তা কাজে লাগানো যায় তবে বিশ্বকাপ নিজেদের ঘরে রাখা কোনো বিষয়ই হবে না। না হলে আক্রমণভাগের ভারসাম্যের অভাব ভোগাবে ব্রাজিল এবং নেইমারকে।

ডিফেন্সে অসর্তকতা

ব্রাজিল টিমের ডিফেন্স শক্তিশালী এ বিষয়েও কোনো সন্দেহ নেই। ডিভেন্সে অধিনায়ক থিয়াগো সিলভা ও ডেভিড লুইজ জুটি বেশ যোগ্য তা ইতোমধ্যে প্রমাণও হয়েছে।

কোচ লুইস ফিলিপে স্কোলারির নেতৃত্বে এ জুটির ডিফেন্স ১২ ম্যাচের একটিতেও হারেনি। জয় পেয়েছে ১০টিতে, বাকি দু’টি ড্র।

তবে সমস্যা হলো-দু’জনের মধ্যেই রয়েছে ডিফেন্স ছেড়ে আক্রমণে যাওয়ার প্রবণতা। যা পাল্টা আক্রমণে খেলা বিপক্ষ দল সহজে লুফে নিতে পারে।

বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ডেভিড লুইজ নিয়ম ভেঙে ডিফেন্স ছেড়ে উপরে উঠে যান। আর তাতে সিলভার সঙ্গে মিক্স-আপ তৈরি হয় তার।

দর্শক প্রত্যা‍শা ও মানসিক চাপ

আয়োজক দেশ হিসেবে দর্শকদের প্রত্যাশা বেশি হবে এটাই স্বাভাবিক। আর তাতে একটু বাড়তি মানসিক চাপে থাকবে স্বাগতিকরা। যদিও বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে স্বাগতিকরা।
দলের খেলোয়াড়দের সামর্থ্য ভালোই জানা আছে কোচ লুইস ফিলিপে স্কোলারির। আর তাতেই ভরসা রাখছেন তিনি। এসব ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে পারলে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আর ৬ষ্ঠ বারের মতো রেকর্ড সংখ্যক বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে স্কোলারির শিষ্যরা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More