ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটির কথা সব দিক দিয়েই মনে রাখবে স্বাগতিকরা। কারণ, এবারের আসরের সব প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তাদের নাম! শুক্রবার আসরের প্রথম আত্মঘাতী গোলটি এসেছে এক ব্রাজিলিয়ানের পা থেকেই। ১১ মিনিটে গোল লাইন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়েছেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক মারসেলো। আবার, ম্যাচের ২৭ মিনিটেই বিশ্বকাপের প্রথম হলুদ কার্ডটি জুটেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের কপালে।