ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমার-অস্কারের দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে উড়ে যাওয়ার পর রেফারিং নিয়ে তোপ দাগলেন ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ। বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোভাচ এশিয়ান রেফারি ইউচি নিশিমুরাকে নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ তোলেন- ম্যাচের গতিপথ বদলে দেয়া হয়েছে। তার স্পষ্ট দাবি, ‘যদি সেটা পেনাল্টি হয় তাহলে ফুটবল নয়, আমাদের বাস্কেটবল খেলতে হবে।’
কোভাচ বলেন, ‘এটা খুব লজ্জার। কারণ রেফারি আমাদের জন্য এক ধরনের নিয়ম মেনে চলেছে। আর ব্রাজিলের জন্য আলাদা। বিশ্বকাপের জন্য এমন রেফারিং অবশ্যই লজ্জার। তবে আমি আমার খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত। আসলে দেশের জন্য এভাবেই খেলতে হয়।’ প্রসঙ্গত, এদিন সাও পাওলোতে ২০তম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী এ ম্যাচটিতে খেলার ৭১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ফ্রেডকে কড়া ট্যাকলের দায়ে এই স্পট কিক পায় স্বাগতিকরা। এরপর একই ম্যাচে ক্রোয়েশিয়াও একবার পেনাল্টির আবেদন করে। কিন্তু ২-১ স্কোরলাইন থাকার সময় কোভাচের শিষ্যদের সে দাবি এড়িয়ে যায় রেফারি নিশিমুরা। লুকা মডরিচের দল ‘এ’ গ্রুপ থেকে পরের দুই ম্যাচে ক্যামেরুন ও মেক্সিকোর মুখোমুখি হবে।