শবে বরাতের রাতে আতশবাজী ফোটানো নিয়ে এলাকাবাসী ও বিহারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর মিরপুরের কালশী এলাকা।
শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ সংঘর্ষ থামে বিকেল দিকে। এতে ১০ জানে মারা যায় ও ৫৫ জন আহত হয়। এ নিয়ে গতকাল শনিবার প্রশাসনিক ভাবে সমঝোতায় আসার চেষ্টা চালালেও কোনো ফলাফল আসেনি।
তারি ধারাবাহিকতায় আজ সকাল ৯ টা বেজে ১৫ মিনিটে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা সহ আশেপাশের মসজিদের মাইকে উর্দুতে ঘোষণা দিয়েছে ২.০০টা পর্যন্ত দোকান বন্ধ রাখার জন্য। এবং টাউনহল এলাকা সহ জেনেভা ক্যাম্প এলাকায় মিছিল করেছে তারা।
জেনেভা ক্যাম্পের এক ছাত্র সোহেলকে ফোন করে জানা যায় তাদের এই কর্মসূচী শোক পালনকে উদ্দেশ্য করে। এটা কোনো সহিংস কর্মসূচী নয়।