ঢাকা: ‘আর্জেন্টিনার খেলা দেখলাম….বসনিয়ার যদি একটা মেসি থাকত তাহলে আজ অবশ্যই আর্জেন্টিনা ৮ গোল খাইত….’। হৃদয় নামে একজন ফেসবুক ব্যবহারকারী আর্জেন্টিনা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার খেলার পরপরই তার এক বন্ধুর ওয়ালে কমেন্ট হিসেবে এ কথা লিখেছেন।
শুধু হৃদয় নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ফেবারিট আর্জেন্টিনার ২-১ গোলের ব্যবধানের জয়ের পরও খেলা দেখে হতাশাই প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে খেলার পরপরই ফুটে উঠেছে এই চিত্র।
রাত জেগে প্রিয় দলটির খেলা দেখে মন ভরেনি, প্রত্যাশা পূরণ হয়নি কোটি সমর্থকদের। তবে লিওয়েন মেসির একটি গোল পাওয়ায় কিছুটা আত্নবিশ্বাস ফিরে পায় আলবিসেলেস্তিরা। খেলা শেষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার সমর্থকরা এ হতাশার কথা ব্যক্ত করেছেন। তবে পরের ম্যাচগুলোতে মেসির আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের। রবিউল ইসলাম জীবন নামের এক আর্জেন্টাইন সমর্থক তার ফেসবুকে লিখেছেন, ‘ অভিনন্দন আর্জেন্টিনাকে। মেসির প্রতি ভালোবাসা এবং অবশ্যই ভালো খেলেছে বসনিয়া। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি।’ ধ্রুব নির্ঝর নামের আরেক ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন, ‘ আর্জেন্টিনার ভঙ্গুর খেলায় মেসির গোলে কিছুটা তৃপ্তি……….. ২-১ এ আর্জেন্টিনা জয়ী…..।’ আর্জেন্টিনার ঘোরতর সমর্থক হাবিবুর রহমান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মেসির গোলটা ছিল দেখার মতো। কিন্তু টিম আর্জেন্টিনার পারফরম্যান্স ভালো ছিল না।’
এদিকে, ব্রাজিল ভক্তদের মনও ভরাতে পারেনি আর্জেন্টিনা। আপেল মাহমুদ সবুজ তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘ ভাল খেলেছে বসনিয়া, ভাগ্য ভালো আর্জেন্টিনার। সামনে তাদের জন্য নাইজেরিয়ার মতো পাওয়ার ফুটবল দল অপেক্ষা করছে। অতএব সাবধান। আর তখন দেখা যাবেমেসির দৌঁড়।’