ঢাকা: অবশেষে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে ইরাক। বুধবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসায়ের জেবেরি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্তের (আইএসআইএল) ওপর বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
কয়েক সপ্তাহ ধরে হামলার পর বুধবার ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার বেইজির বড় একটা অংশ দখল করে নেয় আইএসআইএল এর সশস্ত্র সদস্যরা। তবে ইরাকের সরকারি বাহিনী দাবি করে তারা সেখান থেকে বিদ্রোহীদের হটাতে সক্ষম হয়েছে। তবে সরকারি বাহিনীর এ দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে গত কয়েক সপ্তাহের হামলায় আইএসআইএল দেশটির উত্তরাঞ্চলীয় শহর মসুল ও তিরকিত দখল করে নেয়। বুধবার দেশটির কিরকুক শহরেও কুর্দিদের সঙ্গে লড়াই হবে আইএসআইএলের।