প্রায় ৫০ বছর ধরে অস্ত্রের জোরে পরিবর্তন আনার চেষ্টা করেছেন তারা। কলম্বিয়ার মার্কসবাদী বিদ্রোহী সংগঠন ‘ফার্ক’ এবার শান্তির জন্য নামছে ফুটবল মাঠে। ম্যাচে ডিয়েগো ম্যারাডোনাকেও চায় তারা! মার্কস-লেনিনবাদী সংগঠনটির নাম রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) বা ফার্ক। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করছে তারা। ফার্ক আর কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বিরোধে এ পর্যন্ত ২ লাখ প্রাণ ঝরেছে। এখন মার্কসবাদী সংগঠন এবং কলম্বিয়া সরকার, অর্থাত্ দু’পক্ষই শান্তি চায়। তাই প্রায় এক বছর ধরে প্রতিবেশী দেশ কিউবায় চলছে দ্বিপক্ষীয় শান্তি আলোচনা। এ আলোচনার গুরুত্ব বাড়াতে এবং আলোচনার কথা বিশ্বের সবাইকে জানাতে অবশেষে ফুটবলের দিকে হাত বাড়ানো হয়েছে।
ফার্ক মনে করছে, ফুটবল খুব জনপ্রিয় বলে চলমান শান্তি আলোচনা উপলক্ষে তারকাদের নিয়ে একটা ম্যাচের আয়োজন করলে সে ম্যাচে আগ্রহ দেখাবেন কোটি কোটি ফুটবলামোদী। ফুটবল ম্যাচ দেখতে গিয়ে, ম্যাচের খবর নিতে গিয়ে শান্তি আলোচনার বিষয়েও অনেক কিছু জানতে পারবেন তারা। সে কথা ভেবেই সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে ফার্ক। সাবেক ফুটবলারদের দলটি গড়ার দায়িত্বে রয়েছেন কলম্বিয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক কার্লোস ভালদেরামা। কিউবায় একটি ম্যাচ খেলার জন্য তিনিই অনুরোধ জানিয়েছেন ম্যারাডোনাকে। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো ম্যারাডোনার বন্ধু। কিউবায় চিকিত্সা করিয়ে বলতে গেলে নতুন জীবনই ফিরে পেয়েছেন আর্জেন্টিনাকে ’৮৬-র বিশ্বকাপ জেতানো জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা। ছুটি কাটাতে কিংবা অন্য প্রয়োজনে প্রায়ই কিউবায় যান তিনি। একটি অন্যরকম ফুটবল ম্যাচে অংশ নেয়ার জন্যও কি যাবেন? এ প্রশ্নে ডিয়েগো ম্যারাডোনার মতামত এখনও জানা যায়নি।
Next Post