‘পিকে’ ছবিতে নগ্ন ভিন গ্রহবাসী হিসেবে দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে। তার নগ্ন পোজের ছবিও সেটে দেয়া হয় ছবিকর প্রচারণা পোস্টারে।
আর তা নিয়ে ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের বিভিন্ন স্থানে। জোর আপত্তি ওঠে পিকের পোস্টার প্রত্যাহারের জন্য।
অবশেষে জামা-কাপড় পরেই সেকেলে একটি রেডিও হাতে আলোকচিত্রীর সামনে দাঁড়িয়েছিলেন তিনি। অবশেষে ৯ আগস্ট পোশাক পরা আমিরকে পাওয়া গেলো পিকে’র পোস্টারে। সম্পাদিত পোস্টারে দেখা যায়, গাঢ় সবুজ শর্টস ও ধূসর টি-শার্ট পরে আছেন আমির।
একটি অনুষ্ঠানে ভিলে পার্লে কংগ্রেস বিধানসভার সদস্য কৃষ্ণ হেগড়ে জনসমক্ষে আমিরের সম্পাদিত পোস্টারটি তুলে ধরেন।
কৃষ্ণ হেগড়ে বলেছেন, ‘আমির খান ভালো অভিনেতা ও উপস্থাপক (সত্যমেভ জয়তে)। কিন্তু এই নগ্ন পোস্টার অরুচিকর ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। আমিরকে আইকন ভাবে এমন পরিবার ও তরুণদের মনে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তবে আমির পোস্টারের নগ্নতাকে প্রয়োজনীয় শিল্প হিসেবে দেখছেন। তার দাবি, প্রচারণার জন্য এটি তৈরি হয়নি। গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই এমন পোস্টার সাজানো হয়েছে। প্রেক্ষাগৃহে ছবিটি দেখলেই এই পোস্টারের ভাবনার গল্প সবাই বুঝতে পারবে বলে আশা করেন তিনি।
‘পিকে’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। ছবিটিতে আমিরের সহশিল্পী সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত।