নিজেকে সুন্দর ভাবতে কে না ভালোবাসে! হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের মাঝেও এই ভাবনার কোনো কমতি নেই। তবে মনে করাটাও স্বাভাবিক। কিন্তু অবাক করা তথ্য হলো একসময় নিজেকে হলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ভাবতেন জুলিয়া রবার্টস!
অস্কার বিজয়ী হলিউডের ৪৬ বছর বয়সী এই তারকা জানিয়েছেন যে একসময় তিনি নিজেকে যে কারো থেকে আকর্ষণীয় মনে করতেন। কিন্তু তিনি সন্তুষ্ট যে শোবিজ জগত্ তাকে সৌন্দর্যের তকমা দেয়নি। নিজের যোগ্যতা প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়ায় তিনি খুশি।
‘ইট প্রে লাভে’র এই তারকা বলেন, ‘আমি মনে করি যে অন্যান্য অনেক অভিনেত্রীর মতো আমি পুরুষদের আর্কষণ করতে পারিনি। উদাহরণস্বরূপ বলা যায়, আমি কখনোই বিকিনি পরিহীতা সেরা পাঁচ আবেদনময়ী অভিনেত্রী নির্বাচিত হইনি। শরীর দেখিয়ে আমি সুন্দরী হইনি। আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি যখন ছোট ছিলাম আমি মনে করতাম, আমিই সবচেয়ে সুন্দরী।’ ১৯৮৭ সালে ‘ফায়ার হাউজ’ ছবি দিয়ে হলিউডে পা রাখা যুক্তরাষ্ট্রের এই শিল্পী প্রায় তিন দশক ধরে চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করে আসছেন। ওয়েবসাইট