ইসরাইলকে গাজায় মানবিকতা বিরোধী চলমান আগ্রাসনে সহায়তা দিচ্ছে জাপানের বিখ্যাত ইলেক্ট্রনিক্স কোম্পানি সনি। নতুন পাওয়া আলামত এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এ বিষয়টি উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি।
এতে বলা হয়েছে, প্রেস টিভির সাংবাদিক গাজায় সম্প্রতি পাওয়া একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রে সনি কর্পোরেশনের তৈরি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি দেখতে পেয়েছেন। এতে উচ্চ প্রযুক্তির যে সব নিয়ন্ত্রণ বোর্ড বসানো আছে এ ক্ষেপণাস্ত্রে তাও সনির তৈরি। গাজা উপত্যকায় লক্ষ্যবস্তু খুঁজে বের করার কাজে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ বিমানকে সহায়তা করতে সনির তৈরি ক্যামেরা বসানো আছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।
গাজায় গত মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ৪৭০ শিশুসহ অন্তত ১৯৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি। আইআরআইবি