 ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আসেন পুনম পাণ্ডে। এবার কনডমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করে, নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের স্বল্পবসনা এই তারকা।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আসেন পুনম পাণ্ডে। এবার কনডমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করে, নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের স্বল্পবসনা এই তারকা।
সম্প্রতি একটি কনডমের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গিয়েছে বলিউড তারকা রণবীর সিংকে। সেই সময় পুনম এক টুইট বার্তায় বলেছিলেন, ‘রণবীর এই বিজ্ঞাপনটির মাধ্যমে সবার সঙ্গে প্রতারণা করেছেন।’
এদিকে কয়েকদিন আগে টাইমস অব ইন্ডিয়া পুনমের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে। যেখানে রণবীর সর্ম্পকে পুনমের বক্তব্যের সূত্র ধরে জানতে চাওয়া হয়, তিনি কনডমের প্রচারণাকে সর্মথন করেন কিনা? এমন প্রশ্নের উত্তরে ভোল পাল্টিয়ে পুনম বলেন, ‘অবশ্যই, কেন নয়। এমন কি আমি রণবীর সিংয়ের মতো কনডমের বিজ্ঞাপনেও কাজ করতে চাই।’
সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘কনডমের প্রচারণায় ক্ষতিকর কিছু নেই। তাছাড়া এর মাধ্যমে লোকজন কিছু শিখতে পারবে।’
 
			