এইচএসসি পরীক্ষায় পাস করেছেন রিয়ালিটি শো থেকে আসা তিন সংগীতশিল্পী নওমী, নদী ও আঁচল। ক্ষুদে গানরাজ থেকে আসা জেরিন তাসনীম নওমী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। কমার্সের এই ছাত্রী পেয়েছেন জিপিএ ৫.০০। ২০০৯ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার দ্বিতীয় রানার্সআপ মৌমিতা তাসরীন নদী পরীক্ষা দিয়েছেন আর্টস থেকে। তিনি পেয়েছেন জিপিএ ৪.১০।
অন্যদিকে প্রথম বাংলাদেশি আইডলের সেরা পাঁচ প্রতিযোগীর একজন মুশাররাত জাহান আঁচল পরীক্ষা দিয়েছেন শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে। কমার্সের এই শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ৩.৮০।
ফল পাওয়ার পরই নিজেদের ফেসবুকে সেটা ভক্ত-শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন তাঁরা। নওমী বলেন, ‘জিপিএ ৫ নিয়ে খুব টেনশনে ছিলাম। এখন খুব খুশি লাগছে!’
নদী বলেন, ‘অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েও এতটুকু আসতে পেরেছি এতেই আমি হ্যাপি।’
আর আঁচল বলেন, ‘বাংলাদেশি আইডলে অংশ নেওয়ায় পড়াশোনায় অনেক গ্যাপ পড়েছিল। না হলে আরো ভালো করতে পারতাম।’