ঢাকা: মাহফুজ আহমেদ একদিন এক উঠতি তারকাকে বলছিলেন, ‘’তুমি জানো একটা সময় ছিলো যখন কমপক্ষে তিনটা নাটক বিটিভিতে প্রচার না হলে ওই শিল্পীর কোনো সংবাদ এবং ছবি প্রকাশ করতো না পত্রিকাগুলো।’
কিন্তু বিজ্ঞাপনের ভাষায় বলতে হয়, সেই দিন আর নেই, দিন বদলে গেছে। এখন নাটক বা ছবি মুক্তির আগেই জনপ্রিয় হয়ে যান শিল্পীরা। আর এটা সম্ভব হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক নেটওয়ার্কের কল্যাণে। তারই এক উজ্জ্বল প্রমাণ পরীমণি। এখন পর্যন্ত একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি তার। তাতে কী হয়েছে! পরীমণির হাতে এখন বিশটি ছবি। এর মধ্যে পাঁচটি ছবির সম্পূর্ণ কাজ শেষ। দশটির অধিকাংশ শুটিং শেষ। আর বাকি পাঁচটির শুটিং তিনি এখন করছেন। পুরো মাসই তার শুটিং। সিডিউল ফাঁকা নেই। নানা কারণেই বিভিন্ন সময় মিডিয়ায় আলোচিত আছেন পিরোজপুরের এই মেয়ে।
২০১১ সালে ঢাকায় আসেন। নায়িকা হওয়ার ইচ্ছা না থাকলেও এখন তিনি বিশ ছবির নায়িকা। যদিও চলচ্চিত্রে কাজ করার আগে ইদ্রিস হায়দারের ‘সেকেন্ড ইনিংস’ ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন তিনি। কেউ কেউ বলেন, নায়িকা সংকটের কারণেই আজ পরীমণি নায়িকা হতে পেরেছেন। আবার কেউ বলেন, সিনেমায় অভিনয় করতে যে সাহস লাগে সেটা আছে পরীর। অন্য কথাও শোনা যায়, সেটা বলা যাবে না।
শাকিব খান, বাপ্পী, সায়মান, জায়েদ খানের সঙ্গে এরই মাঝে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেছেন তিনি। ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের সঙ্গে বেশ কিছু চুমুর দৃশ্যে অভিনয় করেও আলোচিত হয়েছেন। ছবির গল্পের প্রয়োজনে যে কোনো খোলামেলা পোশাক পরতে সমস্যা নেই তার। এমন কিছু খোলামেলা দৃশ্যের ছবি নেট দুনিয়ায় চলে আসার পর আরো বেশি আলোচিত হন এই মিষ্টি মেয়ে। কিন্তু এসব কিছুই যেন গায়ে মাখছেন না।
সময়ের এ আলোচিত অভিনেত্রী বাংলামেইলকে বলেন, ‘দেখুন আমার ফেসবুকের ছবি নিয়ে কে কি বলল তা নিয়ে আমি চিন্তিত না। আমি আমার কাজটা করে যাচ্ছি। আমি অপেক্ষায় আছি ছবি মুক্তির। ছবি মুক্তি পাওয়ার পর আমি সাবাইকে বলবো, আসুন আমার ছবি দেখুন ছবি নিয়ে কথা বলুন।’
কিন্তু চাইলেই তো আর কেউ পরীর ছবি নিয়ে কথা বলতে পারছেন না। কারণ একটি ছবিও তার মুক্তি পায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে। এদিকে পরী অভিনীত ‘রানা প্লাজা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সে ছবিটিও আটকে যায়।
‘ইনোসেন্ট লাভ’, ‘আমার মন জুড়ে তুই’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘পুড়ে যায় মন’, ‘সারপ্রাইজ’ ‘ধূমকেতু’ ‘হিটার’ ‘ভালোবাসার অনেক জ্বালা’, ‘মন জানে না মনের ঠিকানা’ এই ছবিগুলো নিয়ে এখন ব্যস্ত আছেন এ তারকা।