লেবাননের ইসলামি আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে প্রতিরোধ করাই হচ্ছে ফিলিস্তিনি জনগণের সামনে একমাত্র পথ।
২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার ৩৩ দিনের যুদ্ধের বিজয় বার্ষিকীতে গতকাল (শুক্রবার) হাসান নাসরুল্লাহ এ কথা বলেছেন। এ সময় তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হামাস যোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধেরও প্রশংসা করেন।
সিরিয়া ও ইরাকে কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বর্বরতার নিন্দা করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে তাকফিরিবাদের উপস্থিতির অর্থই হচ্ছে- এ অঞ্চলের দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার চক্রান্ত অব্যাহত থাকা। এতে দেশগুলো একসময় অখণ্ডতা হারাবে। এ সময় তিনি ইরাকের পরিস্থিতি তুলে ধরেন।
হাসান নাসরুল্লাহ বলেন, গত জুন মাসে যখন ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল গণহত্যা চালিয়েছে তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মানবতাবোধ জেগে ওঠে নি। সে কারণে তাদের ওপর নির্ভর করা যায় না; ইরাক, সিরিয়া, জর্দান, কিংবা লেবাননের জনগণ পশ্চিমা বিশ্বের ওপর নির্ভর করতে পারে না।