ঢাকা: মেয়েরা কেমন বর পছন্দ করে? পুরুষরা এ প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘকাল। কিন্তু রহস্য কাটে না। তারপরও গড়পড়তা মানুষ বিশ্বাস করেন, রোজগার ও অন্যান্য বিষয়ে আস্থা রাখা যায়, এমন বরই মেয়েরা পছন্দ করে।
সম্প্রতি এক গবেষণা উঠে এসেছে, ভালো রোজগার করেন, এমন বরই পছন্দ মেয়েদের।
নিউজিল্যান্ডের একটি ডেটিংসেবা সংস্থা ‘এলিট সিঙ্গেলস’ সম্প্রতি একটি জরিপ চালায়। ওই জরিপে দেখা যায়, বেশিরভাগ মেয়ে সেই ছেলেদের বিয়ে করতে চায় না, যাদের রোজগার মেয়েটির চেয়ে কম। ৭০ শতাংশ মেয়ের বক্তব্, বিয়ের পর টাকাই সবচেয়ে বেশি দরকারি।
আর সমীক্ষায় একইসঙ্গে দেখা গেছে, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতিই নারীর আকর্ষণ আজও অটুট।
ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলছেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষ সঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে, মেয়েদের মধ্যে এই মানসিকতা এখনও রয়েছে।
তবে তিনি আরও বলেন, মেয়েদের এই প্রবণতার পেছনে সম্ভবত রয়েছে কাজের চাপ ছেড়ে চুটিয়ে সংসার করা ও সন্তান প্রতিপালনের মানসিকতা।