স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা গাজার যুদ্ধবিরতি আরো ২৪ ঘণ্টা বাড়িয়েছে। পাঁচ দিনের যুদ্ধবিরতি সোমবার মধ্যরাতে শেষ হওয়ার সামান্য আগে উভয় পক্ষ নতুন যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়। উভয় পক্ষ নতুন যুদ্ধবিরতির কথা স্বীকার করেছে।
ইসরাইলের এক কর্মকর্তা বলেন, মিসরের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে।
গাজায় এক সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, মোটামুটি একটি সমঝোতা হয়েছে। তবে গাজার সীমান্ত খুলে দেয়া, পণ্য সরবরাহে কোনো বাধা সৃষ্টি না করা এবং ভূমধ্য সাগরে সমুদ্রসীমা বাড়ানোর ব্যাপারে আরো কিছু আলোচনা বাকি আছে।
গাজায় একটি সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের হামাসের দাবি ইসরাইল মানতে রাজি হচ্ছে না। ইসরাইল বলছে, এটা নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হতে পারে। এছাড়া ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দি মুক্তি এবং হামাসের হাতে থাকা দুই ইসরাইলি সৈন্যের লাশ ফেরত নিয়ে আলোচনায় এখনো সমঝোতা হয়নি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় আহত কয়েকজন মারা যাওয়ায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,০১৬-এ। আর ফিলিস্তিনিদের হাতে ৬৪ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।