বিনোদন ডেস্কঃ বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অভিনেতা নয়ন বাবু। এর আগে নাটকে অভিনয় করলেও বিজ্ঞাপনচিত্রে এটাই তার প্রথম কাজ। বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে নয়ন বাবু বলেন, এটি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপনচিত্র। ছোট একটি গল্পের মধ্য দিয়ে অনলাইনের প্রয়োজনীয়তা বুঝানো হয়েছে। গল্পের শেষে আমি বলেছি যে, এখন তো অফ লাইনের যুগ নয়, অন লাইনের। ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন সোলায়মান জুয়েল। আমি বেশ আশাবাদী।
এতে নয়ন বাবু ছাড়া এরা রয়েছেন অভিনেত্রী নার্গিস, খোরশেদ আলম, অনামিকা রায় ও লিজা। জাফলং, মাধবকুন্ডসহ সিলেটের মনোরোম লোকেশনে চিত্রায়িত হয়েছে এই বিজ্ঞাপনচিত্র। বর্তমানে সম্পাদনা ও আবহ সঙ্গীতের কাজ চলছে। ডিসেম্বরের প্রথম থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।
সম্প্রতি অপঘাত নামে একটি খন্ড নাটকের কাজ শেষ করেছেন নয়ন বাবু। সোলায়মান জুয়েলের পরিচালনায় নয়ন বাবুর সঙ্গে অভিনয় করেছেন লাক্স তারকা বাঁধন ও লুৎফর রহমান জর্জ। নাটকটি খুব শিগগিরই মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে।
Prev Post
Next Post