কিং খান বলুন বা বলিউডের বাদশাহ, এতদিন ধরে এই খেতাবে ভূষিত হতেন কেবল মাত্র শাহরুখ খান। কিন্তু এবার তার এই একাধিপত্বে ভাগ বসাতে এসে গেছেন সলমান খান। কোথায়? কীভাবে? সুরজ বরজাতিয়ার পরবর্তী ছবি প্রেমরতন ধনপাও-তে। এই ছবিতে এক মহানুভব রাজা রতনের চরিত্রে দেখা যাবে বরজাতিয়া ক্যাম্পের লাকি চার্ম সালমান খানকে।
অবশ্য এই ছবিতে একটি নয়, দুটি চরিত্রে দেখা যাবে সলমানকে।
আদর্শ রাজা ছাড়াও এক সাধারণ মানুষ প্রেম-এর ভূমিকাতেও থাকবেন সল্লু মিয়াঁ। কাহানিতে আরো টুইস্টআছে। সাওয়ারিয়ার পরে দ্বিতীয়বারের জন্যে সালমানের বিপরীতে
দেখা যাবে সোনাম কাপুরকে।
রাজার সঙ্গে রাজকুমারীর চরিত্রে পাওয়া যাবে তাকে।
সূত্র : এই সময়।