জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ ও এর বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত রাজধানীর সোহওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার ২০ দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে গেলে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছন, ডিএমপি শর্ত সাপেক্ষে মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আশা করছি, সন্ধ্যার মধ্যে লিখিত অনুমতি পাওয়া যাবে।