ঢাকা: প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ‘জনগণের কোনো দাবি মেনে নেয়া না হলে ছাত্রসমাজ যেভাবে জেগে উঠেছে তাতে মুজিবকোটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না।’ জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে একথা বলেন জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনটির এই নেতা। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হামলা ও টেন্ডারবাজির অভিযোগ এনে ছাত্রলীগের ক্যাডারদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। ২০ দলের এ সমাবেশে মঞ্চের আশপাশের প্রায় অধিকাংশ জায়গা দখল করে রেখেছে জামায়াত ইসলামের এ ছাত্র সংগঠনটি। শর্ত সাপেক্ষে সোমবার বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।