ঢাকা : জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত ২০ দলের সমাবেশে ব্যাপক শোডাউন দিয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মঙ্গলবার বেলা পৌঁনে ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও দুপুরের মধ্যেই উদ্যানে অবস্থান নেয় জামায়াত-শিবির। এ সময় তাদেরকে সরকার বিরোধী শ্লোগান দিতেও দেখা গেছে। তবে এ সময় দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির সবচেয়ে বেশি শ্লোগান দিয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট গাজা ইস্যুতে কালো পতাকা মিছিলেও ব্যাপক শোডাউন দিয়েছিল দলটি।
Next Post