ঢাকা: ঢাকা মহানগরে ডাকা রোববারের হরতাল ১২ ঘণ্টা কমিয়েছে বিএনপি। শনিবার দিবাগত রাত ১টার দিকে মহানগর বিএনপির দপ্তর থেকে জাকির হোসেন মহানগরের সদস্য সচিব আব্দুস সালামের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগরের সদস্যসচিব আবদুস সালামসহ জাতীয় নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরীতে রোববার হরতাল ডাকে মহানগর বিএনপি।
গত শুক্রবার ঘোষিত এ কর্মসূচি রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পালনের কথা ছিল।
উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে শাহবাগ থানার গাড়ি পোড়ানোর মামলায় গত বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে বুধবার রাতে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।