কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাকির হোসেনসহ ২৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর দক্ষিণের রাজপাড়া থেকে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, নগরীর রাজাপাড়া চৌমুহনীস্থ নিজ কার্যালয় থেকে কুসিক’র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবদলের সেক্রেটারি জাকির হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে সদর দক্ষিণের অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে। পরে রাজনীতির সাথে সম্পৃক্ততা না থাকায় ১১জনকে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা দাবি করেন, তারা স্থানীয় একটি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বৈঠক করছিলেন। তাদেরকে প্রতিহিংসামূলক আটক করা হয়েছে।
এ বিষয়ে থানার এসআই আনোয়ার হোসেন বলেন, “নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে। যাচাই শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”