আইটেম গার্ল খ্যাত মডেল নায়লা নাঈমের কপালটা বুঝি খুলে গেলো। কারন কিছুদিন আগে ‘রান আউট’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে কাজ করেছেন। ছবিটি মুক্তির আগেই এবার চুক্তিবদ্ধ হলেন নতুন একটি ছবির প্রধান নায়িকা হিসেবে। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে ‘মারুফ টাকা ধরে না’। এটি পরিচালনা করছেন খাজা আহমেদ।
নায়লা নাঈম বলেন, ‘২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করি। এরপর মিউজিক ভিডিও এর কাজ। সবশেষ ‘রানআউট’ ছবিতে আইটেম গানে কাজ করলাম। তবে সবচেয়ে বেশি ভালোলাগছে এবার ছবিতে প্রধান নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর। আমার বিশ্বাস, সবাইকে ভালো কিছু উপহার দিব।’ ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেন নায়লা। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ঢাকার একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।
জানা যায়, এ মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবিতে তার সহশিল্পী কাজী মারুফ।