ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বেপরোয়া গাড়ির চাপায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম কলেজ ছাত্রী নাসরিন আক্তার (১৯)। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স বিভাগরে ছাত্রী ছিলেন।
নিহত বাকি চার জনের পরিচয় জানা যায়নি। বুধবার রাতে শনির আখরা এলাকায় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান মোড় নেয়ার সময় তিনজন মোটর সাইকেল আরোহী ও ২ জন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থালেই তারা নিহত হয়। দুর্ঘটনায় আহতরা হলো- লাভলী (১৭), রাব্বি (২২) ও মুন্না (২০)। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বুধবার রাত সোয়া ১০ টার দিকে শনির আখরা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তিন মোটর সাইকেল আরোহী ও ২ জন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থালেই তারা নিহত হয়। আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Prev Post