ইউটিউব থেকে প্রয়োজনীয় ও পছন্দের ভিডিওটি ডাউনলোড করতে অনেকে উপযুক্ত সফটওয়্যার খুঁজতে গিয়ে হয়রান হয়ে যেতে হয় মাঝে মাঝেই। একসময় ওউগ বেশ জনপ্রিয় ছিল। কিন্তু এর ট্রায়াল ভার্সন বা ক্র্যাক নিয়ে খুব একটা সন্তুষ্ট থাকা যায় না। আরো অনেক সফটওয়্যা আছে যেগুলো ট্রায়াল ভার্সন বা সীমিত সুবিধা দেয়।
এখানে এমন একটি ম্যাজিক টিপস দেয়া হলো যাতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের জন্য আপনাকে ওসব কিছুর কোনোটারই দ্বারস্থ হতে হবে না।
এর জন্য যা করতে হবে:
১. ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি চালু করুন।
২. ভিডিওটির টজখ এ গিয়ে youtube এর শুরুতে ss টাইপ করে এন্টার চাপুন। উদাহরণস্বরূপ: লিংকটি যদি হয় http://www.youtube.com/watcqv=…..,তাহলে লিখুন http://www.ssyoutube.com/watcqv=….
৩. ব্রাউজারকে SaveFrom.netসাইটে রি-ডিরেক্ট করবে।
৪. ডানদিকের download linksথেকে পছন্দের ফরম্যাটটি নির্বাচন করুন এবং লিংকটিতে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে।
– See more at: http://eurobdnews.com/science-it-news-of-bangladesh/2014/08/21/67318#sthash.BPIy8AOx.aIk67YZb.dpuf