যৌনকর্মী থেকে আলোর পথযাত্রী ফাতেমা

0

Amit Fatema Raniঢাকা: ফাতেমার বয়স এখন ২৮ বছর। অন্ধকার জীবনে অনেককেই সঙ্গ দিয়েছেন তিনি। বিনিময়ে পেয়েছেন টাকা আর লাঞ্ছনা। তবে এখন তিনি আলোর পথে। কৌন বনেগা ক্রোড়পতিতে (কেবিসি) এসে নিজের অন্ধকার অতীতের কথাগুলো এভাবেই বলছিলেন ফাতেমা।

বিয়ের নামে মাত্র ৯ বছর বয়সে তাকে তুলে দেয়া হয়েছিল অন্ধকার জগতে। বিয়ে হয়ে যাওয়ার পর যৌন ব্যবসায় বাধ্য করা হয় ফাতেমাকে। সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে এসেছেন।

২০০৪ সালে বিহারের ফরবেসগঞ্জের যৌনকর্মীদের নিয়ে তিনি তৈরি করেন ‘আপনে আপ গার্লস’ নামে একটি সংগঠন। যারা বিভিন্ন যৌনপল্লীতে গিয়ে গঠনমূলক কাজ করে।

ফাতেমার লড়াকু জীবনের গল্প তুলে ধরা হবে কেবিসিতে। অনুষ্ঠানটিতে বলিউড অভিনেত্রী রানি মুখার্জীর সঙ্গে হট সিটে বসেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন অমিতাভ বচ্চন।

এদিকে ফাতেমা কেবিসি থেকে অনেক টাকা জিতেছেন। এই টাকা দিয়ে তিনি নিজের সন্তানের জন্য একটা বাড়ি বানাবেন আর কিছু টাকা নিজের সংগঠনের জন্য খরচ করবেন বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More