এবার অন্য মাহি

0

pora-mon-7ডেস্কঃ এ সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির অগ্নি সিনেমাটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে। ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দর্শকের সামনে আসছেন মাহি। এর আগে রোমান্টিকধর্মী সিনেমাতে অভিনয় করলেও এবার তিনি অ্যাকশন গার্লের ভূমিকায়।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও নিজেদের রেওয়াজ ভেঙে প্রথমবারের মতো নির্মাণ করলো পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা।নভেম্বরে মুক্তির কথা থাকলেও প্রযোজক-পরিচালকরা সে তারিখ পিছিয়ে ৭ ফেব্রুয়ারি মুক্তির দিন নির্ধারণ করেছে। ভালোবাসা দিবস উপলক্ষেই মুক্তি পাচ্ছে‘অগ্নি’।

শুধু তাই নয়, এ সিনেমার মাধ্যমেই বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে শুটিং সম্পন্ন করলো প্রতিষ্ঠানটি। টানা একমাসেরও বেশি সময় নিয়ে পুরো ইউনিট নিয়ে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ করা হয়। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিটিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ।

সিনেমার গল্পে দেখা যাবে, তানিশা (মাহি) নামের এক ছদ্মবেশী খুনি । মিশন সফল করতে একের পর এক খুন করেন থাইল্যান্ডের ‘খুনি সুন্দরী’ বলে পরিচিতি পায় তানিশা। অন্যদিকে আরেফিন শুভ অভিনয় করেছেন ড্রাগন নামের এক জনপ্রিয় বক্সিং খেলোয়ারের চরিত্রে। যিনি থাইলান্ডের মাটিতে বক্সিং চ্যাম্পিয়ন হন। থাইল্যান্ডের অধিবাসীদের মতোই স্বভাব, চাল-চলন ড্রাগনের। ঘটনাচক্রে একটা মিশনেই পরিচয় হয় ড্রাগন আর তানিশার। তারপর থেকেই এক এক করে বের হয়ে আসে নানা রহস্য।

সিনেমাটি সম্পর্কে মাহিয়া মাহি বলেন,“কী বলবো! এ সিনেমার গল্প যখন পড়েছি তখন থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমার এই স্বল্প সময়ের ক্যারিয়ারে ৬টি ছবি মুক্তি পেয়েছে। কাজ করছি আরো ৬-৭ টি ছবিতে। নানা রকম চরিত্রেই অভিনয় করেছি। কিন্তু ‘অগ্নি’ কেই আমার ক্যারিয়ারের সেরা সিনেমা বলে মনে হচ্ছে আমার কাছে। পুরো ছবিটি জুড়েই সাসপেন্স। ছবির গল্প, আমার ড্রেস-আপ, গেটআপ মেকআপ বিশেষ করে আমার চরিত্রটি আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমার দৃঢ় বিশ্বাস, আমার ভক্ত এবং সিনেমার নিয়মিত দর্শকরা একদম নতুন এক মাহিকে দেখতে পাবেন।”

অগ্নি সিনেমার আরো কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, ড্যানি সিডাক, ইফতোখার চৌধুরী, পরিমল রোজারিও, শিবা, শানু, কাবিলা, ডেইজি, এবং মিশা সওদাগর

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More