নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২-নম্বর ওয়ার্ডের শুন্য আসনে উপনির্বাচনে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল হোসেন পেয়েছেন ১৯৫৮ ভোট। আজ শনিবার উক্ত আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনার পর অনানুষ্ঠানিকভাবে এ ফল পাওয়া যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল কম। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলাম নিহত হলে এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। নিহত নজরুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যাকান্ডের পেছনে আওয়ামী লীগ নেতা নূর হোসেন জড়িত বলে নজরুলের পরিবারের দাবি। কলকাতায় গ্রেপ্তার নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত র্যাবের তিন কর্মকর্তারা কারাগারে রয়েছেন। ঘটনা তদন্তে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।