রাজধানীতে পঞ্চাশ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এই ট্রেডিং চক্রের ১১ জন সক্রিয় সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও বনানী এলাকায় অভিযান চালিয়ে দুই পাউন্ড ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। অভিযানে এই ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল হোসেন, হুমায়ূন কবির, কাইয়ুম চৌধুরী, কায়সার আহমেদ, খালেক, স্বপন মোল্লা, মাহফুজুর রহমান, সরওয়ার রাজন, আসলাম, তোফায়েল আহমেদ পাটোয়ারী, মাইনুদ্দিন। এদের সকলের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর এর মধ্যে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে রোবাবর সকালে পাঠানো এক মোবাইল এসএমএসে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে, যারা ইউরেনিয়াম চোরাকারবারে জড়িত বলে পুলিশের দাবি।
ইউরেনিয়ামের মতো একটি তেজস্ক্রিয় পদার্থ কীভাবে উদ্ধার হলো, কীভাবে সেটি সনাক্ত করা হলো- সে বিষয়ে কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা।
উদ্ধার করা ‘ইউরেনিয়ামের’দাম ৫০ কোটি টাকা বলা হলেও এর ওজন সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।