ঢাকা: তিনদিনের কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সাকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সংসদে বিচারপতিদের অভিসংশন ক্ষমতার আইন প্রণয়নের উদ্যোগের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। তবে এ দিন ঢাকা মহানগর এ কর্মসূচির আওয়াতামুক্ত থাকবে। একই দাবিতে বুধবার ঢাকা মহানগরের ১৫ স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে ২০ দল। শনিবার ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারাদেশে জেলা ও মহানগরে মানববন্ধন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী আহমেদ।