ঢাকা: লা লিগায় বার্সেলোনার কোচ লুইস এরিকের সূচনাটা ভালই হল। শুরুতেই ৩-০ জয় এলচের বিপক্ষে। আর এই জয়ের পথে মেসি দুই গোল করেছেন। তাই জয়ের পর মেসি বন্দনায় মেতেছেন এই কোচ।
তার ভাষ্য মতে বর্তমানে সেরা খেলোয়াড় মেসিই। আর সে শুধু আক্রমণ বিভাগেই নয়, সেরা সব বিভাগে। এমনকি ডিফেন্সেও সেরা মেসি! ম্যাচ শেষে তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেরোয়াড়। এমনকি যখন সে ডিফেন্স করে তখনও সেই সেরা।’
‘দিনের পর দিন আমরা তাকে অবিশ্বাস্য সব কাজ করে দেখাতে দেখছি। সে যতদিন গোল করতে চাইবে, গোল করাতে চাইবে ততদিনই সে সেরা থাকবে। সে ম্যাজিকের ছোঁয়ায় থাকবে আর অনেক বছরের জন্যই।’ মেসি পাশাপাশি এরখের আরেক শিষ্য মুনির আল হাদাদিও গোল করেছেন এই ম্যাচে। ১৮ বছর বয়সী এই তরুণ সম্পর্কেও প্রসংশা র বাণী দিলেন ক্যাম্প ন্যু বস, ‘মুনির ভয়ঙ্কর গতিতে গোল করে যাচ্ছে। সে আমাদের জন্য বিকল্প তৈরি করেছে। সে গোল করছে নিয়মিত আর প্রতিযোগীতা করার মানসিকতাও রয়েছে তার। ’