দেশটির আভ্যন্তরীণ সংঘাতপূর্ণ অবস্থানের জন্যে জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচির আওতায় ফ্রান্সের সেনাদল সেখানে অবস্থান করে আসছে। তবে স্থানীয় জনগণের সঙ্গে তাদের বোঝাপড়া শুরু থেকেই ছিল খারাপ। কিন্তু সেনা সদস্য নিহত হওয়ার মতো ঘটনা ঘটলো এবারই প্রথম।
এলিসি প্যালেস সূত্রে জানা গেছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোসিস হল্যান্ড মঙ্গলবার নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের পর ফরাসি উপনিবেশ পর্যবেক্ষণে যাবেন।