ঢাকা: মামা নামে পরিচিত একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মামা বাহিনীর অন্যতম সদস্য শহীদুল হক মামা বলেছেন, চেম্বার জজের মাথা খারাপ হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে আদেশ দেয়ায় সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে কটাক্ষ করে তিনি এমন মন্তব্য করেন।
শহীদুল হক মামা বলেন, কাদের মোল্লার ফাসিঁ হবে, আমরা আনন্দ মিছিল করবো, এমন ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে চেম্বার জজ স্থগিতাদেশ দিলেন।
কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজের এমন আদেশকে সরকার পক্ষের আইনজীবীদের ব্যর্থতা হিসেবেও আখ্যায়িত করেন শহিদুল হক মামা।