এবার বরফজলে পুনমের গোসল (ভিডিও)

0

Untitled-1 copyঢাকা: বলিউডের পুনম পাণ্ডে এমন এক অভিনেত্রী যিনি তার শরীরের যতটা সম্ভব প্রদশর্ন করে থাকেন! কারণ এটাকেই তিনি নিজের শক্তি মনে করেন। নগ্ন হওয়া পুনম পাণ্ডের প্রচারণার অংশ হয়েও দাঁড়িয়েছে। নিজেকে ভক্তকূলে তুলে ধরতে এ পদ্ধতিটাকেই বেছে নিয়েছেন তিনি। শুধু শরীর দেখিয়ে বলিউডে ভালো অবস্থান করেও নিয়েছিন মডেলকাম এ অভিনেত্রী।

এবার তিনি ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ গ্রহণ করে তা সম্পন্নও করে ফেলেছেন। আর করবেনই বা না কেন? নিজেকে প্রচার করার এটিও যে একটি উত্তম মাধ্যম!

তাই নিজের স্টাইলেই ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নিলেন পুনম। নিজের বাথরুমের বাথটবে প্রায় অর্ধনগ্ন হয়েই এই চ্যালেঞ্জ নিলেল পুনম। এই অভিনেত্রী জানায় রেড এফএমের এক রেডিও জকি তাকে এই চ্যালেঞ্জ দিয়েছেন। ইতিমধ্যেই এই চ্যালেঞ্জের ভিডিও নিজের ইউটিউবে নিজেই পোস্ট করেছেন পুনম।

‘আইস বাকেট চ্যালঞ্জ’র নিয়মানুযায়ী পুনম বলিউডের তিন খানকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এবার দেখার বিষয় ২৪ ঘণ্টার মধ্যে শাহরুখ খান, আমির খান কিংবা সলমন খান এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কি-না।

এর আগে বলিউডের অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, বিপাসা বসু, সোনাক্ষী সিনহা, বেবিডল সানি লিওনও এই চ্যালেঞ্জ নিয়েছেন।

‘আইস বাকেট চ্যালেঞ্জ’ হচ্ছে এক বালতি বরফ শীতল পানি গায়ে ঢালার চ্যালেঞ্জ কেউ দিলে নিতেই হবে। তা না হলে ১০০ ডলার দান করতে হবে এএলএস অ্যাসোসিয়েশনকে। এখানেই শেষ নয় আরো তিনজনকে সেই বরফ পানিতে ভেজাতে হবে।

স্নায়ু রোগে আক্রান্তদের জন্য তহবিল গড়ার জন্য এই খেলাটি প্রথম শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড় ও এএলএস রোগী পিট ফ্রেটস। এএলএস পুরো কথাটি হলো অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটি এমন একটি রোগ যাতে স্নায়ুকোষ, মস্তিষ্ক ও মেরুদণ্ড আক্রান্ত হয়। বিশ্বজুড়ে প্রতি ১ লক্ষে ২ জন বিরল এই রোগে আক্রান্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More