গান দিয়ে এরই মাঝে মাত করে রেখেছেন শ্রোতাদের। এবার গান নয় চলচ্চিত্রের নায়িকা হয়ে মাত করতে আসছেন কণ্ঠশিল্পী পড়শী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ নামে ছবিতে শাকিব খানের নায়িকা চরিত্রে দেখা যাবে পড়শীকে। এর আগে নাটক, বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওর মডেল হলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। পড়শী বাংলামেইলকে বলেন, ‘আমি অভিনয়ের মানুষ না। তারপরেও গল্পটা পছন্দ হওয়াতে কাজটা করছি। তাছাড়া শাকিব খান আছেন এ ছবিতে। সব মিলিয়ে খারাপ কিছু হবে না আশা করি।’ এক জন কণ্ঠশিল্পীর ভূমিকায় পড়শী ছবিটিতে অভিনয় করবেন বলে জানান নির্মাতা। এছাড়াও এ ছবিতে অভিনয় করবেন, আঁচল, মিশা সওদাগর প্রমুখ।