নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, ‘আমরা এক অকৃতজ্ঞ জাতি। পাকিস্তান এবং ব্রিটিশরা বঙ্গবন্ধুকে মারলো না। আমরাই জাতির জনককে সপরিবারে মেরে ফেললাম।’
তিনি বলেন, ‘খেলা শেষ হয়নি, সবে মাত্র শুরু। ওদের জেতার কোনো সুযোগ নেই। মিথ্যা দিয়ে কোনোদিন জয় হয় না। জামায়াত ও বিএনপি আন্দোলন করে এই সরকারকে হটাতে পারবে না। জামায়াত-বিএনপিকে দমন করতে আমি শামীম ওসমানই যথেষ্ট।’
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে গত রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উইজমা ফুই চুই হল রুমে মালয়েশিয়া আওয়ামী লীগ লীগ আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে শেখ মুজিবের কন্যা হিসেবে নয় তাকে নেত্রী হিসেবে দেখেছি। কারণ তার মধ্যে আল্লাহ ভক্তি এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রয়েছে। তিনি দেশকে এবং দেশের জনগণকে নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসেন। যারা ইসলামের কথা বলে কোরআন শরিফে আগুন দিয়েছে, মসজিদ, মন্দির পুড়িয়েছে, ওরাই ইসলামের দুশমন। ওরা কাউকে ছাড় দেয় না। এইসবের মূল হোতা খালেদা জিয়া।’
শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগই আওয়ামী লীগের শত্রু, ঘরের ভেতরে শত্রু রয়েছে, তাদেরকে সনাক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে আপস করেন না। যতদিন বেঁচে থাকবেন অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়। জীবনের শেষ রক্ত দিয়ে হলেও অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই করে যাবেন শেখ হাসিনা। তিনি বেঁচে থাকলে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা যাবে, তাই জাতির জনকের সুখী সমৃদ্ধ দেশ গড়তে রেষারেষি নয়, কোন্দল নয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’