ঢাকা: বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন অভিনেত্রী রিচি। মাঝে মধ্যে ঢাকায় আসতেন। অভিনয়ের টানেই বার বার ফিরে আসতেন তিনি। এরই মাঝে বেশ কমাস ঢাকায় ছিলেন। অভিনয়ও করেছেন বেশ কিছু একক নাটক, টেলিছবি এবং ধারাবাহিকে। কিন্তু এবার স্বামী সংসারে ফিরতে হচ্ছে রিচিকে।
আসছে ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন এ অভিনেত্রী। ওখানে টানা কয়েকমাস থেকে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে তার। তিনি বাংলামেইলকে বলেন, ‘আমি প্রথমে লন্ডনে যাবো। সেখানে একটু কাজ আছে। সে কাজ শেষ করে ১৮ সেপ্টেম্বর আমেরিকাতে যাবো। কয়েক মাস থেকে আবার ফিরবো।’
২০০৮ সালের ১৪ ডিসেম্বর আমেরিকা প্রবাসী বাঙালি রাশেক-উর- রহমান মালেককে বিয়ে করেছিলে রিচি সোলায়মান। এরপর থেকে আমেরিকাই তার আসল ঠিকানা। রাশেক নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত আছেন। ২০১০ সালের অক্টোবরে রিচি-রাশেক দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। তার নাম রায়ান রিদোয়ান মালিক। ১৯৯৮ সালে বেগম মমতাজের রচনায় ফারুক ভূইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন টনি ডায়েস।