সিরাজগঞ্জ: ট্রাক উল্টে সিরাজগঞ্জে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১ জন। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রাত ২টার দিকে পাবনা থেকে পিঁয়াজবোঝই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু যযুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে একজন নিহত ও একজন আহত হন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘনকুয়াশা ও গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।